হবিবপুর

নির্বাচনী সচেতনতা বৃদ্ধিতে অভিনব কায়দা প্রশাসনের

 

পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। ভোট দেওয়া এদেশের মানুষদের মৌলিক অধিকার, অথচ অনেকেই অনেক কারণে মুখ ফিরিয়ে থাকে ভোট দেওয়া থেকে। এমনকি অপব্যবহার হয় ভোটারদেরও। তাই আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কে জনমানসের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে অভিনব কায়দায় প্রচার চালাল প্রশাসন।

    বুধবার হবিবপুর ব্লক প্রশাসনের উদ্যোগে আকতৈল গ্রাম পঞ্চায়েতের কেন্দপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মহিলাদের দ্বারা পরিবেশিত গম্ভীরা গানের মাধ্যমে চলে নির্বাচনী সচেতনতা শিবির। হবিবপুর ব্লক সিস্টেমিক ভোটার'স এডুকেশন অ্যান্ড ইলেক্টরাল পার্টিসিপেশন প্রোগ্রাম সেলের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে নতুন ভোটারদের ভোটদানের গুরুত্ব বোঝানো ও উৎসাহ প্রদানের পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী ভোটদানের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধার কথা গম্ভীরা গানের মাধ্যমে প্রচার করা হয়। আগামী ২০শে এপ্রিল পর্যন্ত হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায় এই কর্মসূচী অনুষ্ঠিত হবে জানানো হয় প্রশাসনের তরফে।